Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ভূমি মানুষের জীবনের জন্য এক অপরিহার্য অনুষঙ্গ । কার্যকর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের স্বার্থ নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের মাধ্যমে সুফল প্রতিষ্ঠা করা ভূমি রাজস্ব প্রশাসনের অন্যতম চ্যালেঞ্জ। ভূমির অপরিহার্যতার কারনেই ভূমির অধিকার নিয়ে ব্যক্তিতে–ব্যক্তিতে, পরিবারে– পরিবারে এমনকি সম্প্রদায়ে– সম্প্রদায়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে । ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যেমন: ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, জমাভাগ, জমা একত্রিকরণ, খাস জমি বন্দোবস্ত প্রদান, অকৃষি খাস জমির ব্যবস্থাপনা, হাটবাজারের পেরিফেরি নির্ধারণ ও চান্দিনা ভিটি বন্দোবস্ত প্রদান, পরিত্যক্ত-অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কাজকর্মের তথ্য ও সেবা সম্পর্কে জনগণ অবহিত থাকলে ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতা অনেকাংশে হ্রাস পাবে। ভূমি রাজস্ব ব্যবস্থাপনায় উপজেলা ভূমি অফিসের গুরুত্ব অপরিসীম। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোকে যত কার্যকর করা যাবে ততই জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদান করা যাবে। জনগণের দোঁড়গোড়ায় সেবা পৌছে দেয়া এবং ভূমি সংক্রান্ত জটিলতা দূরীকরণের বিষয়ে উপজেলা ভূমি অফিস, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ দৃঢ় প্রতিজ্ঞ । অনলাইনে নামজারী  আবেদন গ্রহণ করার ফলে নথি অনুমোদনে অযথা দীর্ঘসূত্রতা হ্রাস পাবে, দালালদের দৌরাত্ম্য কমবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে । এ ওয়েবসাইট ব্যবহারকারীগণ এখানে অন্তর্ভুক্ত তথ্য ও উপাত্ত এবং ডিজিটাল সেবার মাধ্যমে  এতে হয়রানিমুক্ত ভূমি সেবা পাবেন এবং এর ফলে  সেবাদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হবার পথ সুগম হবে।